SMART EDUCATION

MORALITY

HUMANITY

বাগাট উচ্চ বিদ্যালয়

BAGAT HIGH SCHOOL

   INSTITUTE CODE: 5180 EIIN: 108809

গ্রামঃ বাগাট,ডাকঘরঃ বাগাট,উপজেলাঃ মধুখালী,জেলাঃ ফরিদপুর ।
Email: s108809@yahoo.com | Mobile: 01718922917
Web: http://bagathighschool.edu.bd/
  আমাদের পাতা
  Student Information
Class Students
SIX(A,B) 203
SEVEN(A,B) 151
EIGHT(A,B) 143
NINE(A,B) 113
TEN(A,B) 167
  অফিস আদেশ | All - Click
  সুবর্ণ জয়ন্তী | Photo
 Latest Uploaded Photos
  OUR MOTTO

Grow In The Esteem of Future
‘ বিকশিত হও ভবিষ্যতের জন্য ’

  Date & Time
সভাপতির স্বাগত বাণী

সভাপতির স্বাগত বাণী

আসসালামু আলাইকুম।

সম্মানিত অভিভাবক  আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা। ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী বাগাট উচ্চ বিদ্যালয় অর্ধ শতাব্দীরও অধিক সময় ধরে এই জনপদে শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে। আধুনিক ও যুগোপযোগী লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকণ্যা জাতির জনক বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার মোতাবেক স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ বৃত্তি প্রদানের মাধ্যমে লেখাপড়ায় উৎসাহ প্রদান করা হচ্ছে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানটি দক্ষ ম্যানেজিং কমিটির সুনিবিড় তত্ত্বাবধানে  এক ঝাঁক মেধাবী ও ক্ষ্যাতিমান শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে।এই ওয়েব সাইটটি বাগাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি,শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক,উধ্বর্তন কর্তৃপক্ষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে দিল এবং বাগাট উচ্চ বিদ্যালয়কে বিশ্বায়নের পথে যুক্ত করল।আমি বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ঠ সবাইকে সেবা গ্রহন করার জন্য আহ্বান করছি।  সম্মানিত অভিভাবক এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা আমি একান্ত ভাবে কামনা করছি।

মোঃ শাহজাহান মোল্যা

      সভাপতি

বাগাট উচ্চ বিদ্যালয়

 

প্রধান শিক্ষকের স্বাগত বানী

প্রধান শিক্ষকের স্বাগত বানী

আসসালামু আলাইকুম।

আজ থেকে প্রায় ৬১ বছর পূর্বে সেই ১৯৬৩ সালের জানুয়ারীতে এই এলাকার কিছু মহানুভব,জনদরদী,শিক্ষানুরাগী ব্যক্তির অশেষ শ্রম,অধ্যবসায় ও ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছিল এই নিভৃত অঞ্চলের মানবসন্তানদের উন্নয়নে জ্ঞানের মশালধারী এক মাত্র আলোক বর্তিকা ঐতিহ্যবাহী ‘’বাগাট উচ্চ বিদ্যালয়টি’’ তাঁদের কেউ আজ এ ধরায় নেই। আমি তাদের শ্রদ্ধাভরে স্মরন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।জন্মলগ্ন থেকে এ বিদ্যাপিঠ টি সুশিক্ষা দান করে আসছে বিধায় এলাকাবাসীর হৃদয়ের স্পদন রুপে প্রতিষ্ঠানটি জায়গা করে নিয়েছে।আজ একবিংশ শতাব্দীর এই বিজ্ঞানের যুগে তথ্য-প্রযুক্তির উৎকর্ষতার সহিত একাত্বতা ঘোষনা করে বাগাট উচ্চ বিদ্যালয় তার নিজস্ব ‘’ওয়েব সাইট’’ চালু করছে-এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে ‘’স্মার্ট’’ বাংলাদেশ বিনির্মানে এটি অগ্রনী ভূমিকা পালন করবে।তথ্য প্রযুক্তির উৎকর্ষতা ও বিশ্বায়নের যুগে একটি প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েব সাইট হচ্ছে ঐ প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যকলাপের দর্পন স্বরুপ।যা ঐ প্রতিষ্ঠানটিকে বিশ্ব বাসির কাছে পরিচয় করে দেয়। একটি বিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট হচ্ছে ঐ বিদ্যালয়ের জীবন্ত প্রতিচ্ছবি।যার মধ্যদিয়ে আমাদের শিক্ষার্থীরাই শুধু নয়-সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থার একটি সামাজিকীকরন সম্ভব হবে।আমি আমার প্রিয় সহকর্মী,শিক্ষার্থী,অভিভাবক,পরিচালনা পরিষদের সম্মানীত সভাপতি ও সদস্য বৃন্দ এবং   ‍সুধীমহল সকলকে ওয়েব সাইট থেকে সেবা গ্রহনে আমন্ত্রন জানাই।যাদের নির্দেশনা ও ব্যবস্থাপনায় এ ওয়েবসাইটটি বাস্তবায়ন হলো,তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।এই ওয়েব সাইটের মাধ্যমে শিক্ষক,কর্মচারী,শিক্ষার্থী,অভিভাবক,ম্যানেজিং কমিটি,মাধ্যমিক ও উচ্চ শিক্ষার বিভিন্ন অফিসসহ সকল অংশীজন সেবা গ্রহন করতে পারবে।এর মাধ্যমে প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যাবলী বিশ্বব্যাপি ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।এই প্রতিষ্ঠানটির উত্তেরোত্তর সাফল্য কামনা করছি।কর্মরত সকল শিক্ষক,কর্মচারী ও হিতৈষী ব্যক্তিবর্গকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আমাদের প্রানের বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করছি। পরিশেষে-বাগাট উচ্চ বিদ্যালয়ের ওয়েবসােইটটির সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনায় শেষ করছি।

 

মুহাঃ রজব আলী মোল্যা

     প্রধান শিক্ষক 

বাগাট উচ্চ বিদ্যালয়

সহকারী প্রধান শিক্ষকের বানী

সহকারী প্রধান শিক্ষকের বানী

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

বাগাট উচ্চ বিদ্যালয়ের একটি ওয়েবসাইট খোলা হয়েছে। যার মাধ্যমে বিদ্যালয়ের যাবতীয় তথ্য শিক্ষার্থীবৃন্দ,অভিভাবক মন্ডলী,বিদ্যালয় কর্তৃপক্ষ এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে ও দেখতে পারবে।বাগাট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিতি লাভ করবে।এই ওয়েবসাইট তৈরীতে সভাপতি,প্রধান শিক্ষক,প্রকৌশলীসহ যারা সহযোগীতা করেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।এ ওয়েবসাইটের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের কাংখিত আশা-আকাংখা পূরনের জন্য মহান আল্লাহু তায়ালার কাছে প্রার্থনা করছি । আমিন।

 

  শেখ আব্দুর রাজ্জাক

সহকারী প্রধান শিক্ষক

বাগাট উচ্চ বিদ্যালয়

আইসিটি উদ্যোক্তার স্বাগত বাণী

আইসিটি উদ্যোক্তার স্বাগত বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেন্জ মোকাবেলা,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভিশন -২০৪১ অর্জন,স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সর্বাগ্রে প্রয়োজন স্মার্ট এডুকেশন।স্মার্ট এডুকেশন বাস্তবায়নের জন্য প্রয়োজন স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্বজনীন করার জন্য প্রয়োজন,প্রতিষ্ঠানের নিজস্ব ’’স্মার্ট ওয়েবসাইট’’।একটু দেরীতে হলেও ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী বাগাট উচ্চ বিদ্যালয়ের স্মার্ট  ওয়েবসাইট নির্মাণের কাজ শুরু হয়েছে।যা সময়ের পরিক্রমায় পূর্ন  স্মার্ট  ওয়েবসাইটে পরিনত হবে।১৯৬৩ সালের যাত্রা শুরু করা বাগাট উচ্চ বিদ্যালয়ের পথ চলার এ পর্যায়ে পুনরায় নতুন রুপে আগামী প্রজন্মের জন্য নব দিগন্তের সুচনা করলো।  ক্ষুদ্র ব্যপ্তি,সংকীর্ন পরিসর থেকে বেরিয়ে এসে যুক্ত হলো বৃহৎ সীমানায়। যা বাগাটের বর্তমান ও আগামীর নতুন প্রজন্মকে অনেক দূর পৌছে দিতে সাহায্য করবে,বাগাট উচ্চ বিদ্যালয়ের এই নতুন স্মার্ট ওয়েবসাইট। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন এবং অবাধ তথ্য প্রবাহের যুগে ওয়েবসাইট হচ্ছে সেবা পাওয়ার একটি  অন্যতম আধুনিক মাধ্যম যা, একটি প্রতিষ্ঠানের সামগ্রিক চিত্র প্রতিনিয়ত তুলে ধরে।ওয়েবসাইট একটি প্রতিষ্ঠানের দর্পন।এর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সকল প্রকার তথ্য সেবা নিশ্চিত করা যায়। যার মাধ্যমে ঐ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা,কর্মচারী, অংশীজন সহ সকল প্রকারের নাগরিকগন সেবা গ্রহন করতে পারবেন।শুধু নাগরিকগনই নয়,ঐ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ঠ উর্ধ্বতন কর্তৃপক্ষ সার্বক্ষনিক তদারকীও করতে পারবেন।মাধ্যমিক ও উচ্চ ‍শিক্ষা অধিদপ্তরের নির্দেশক্রমে ঐতিহ্যবাহী বাগাট উচ্চ বিদ্যালয়ের নামে একটি স্মার্ট ওয়েবসাইট খোলা হয়েছে,যার মাধ্যমে বাংলাদেশ তথা সারা পৃথিবীতে প্রতিষ্ঠানটি নতুন করে পরিচিতি লাভ করবে।   

এই স্মার্ট ওয়েবসাইট নির্মাণ পরিকল্পনায় যাঁদের  অকৃপন হাত গুলো অকৃত্রিম ভাবে সহযোগিতা করেছে, তাঁদেরকে ধন্যবাদ জানাই।ধন্যবাদ জানাই,ম্যানেজিং কমিটি,প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষকসহ শিক্ষক মন্ডলী এবং কর্মচারীবৃন্দকে।সেই সাথে বিদ্যালয় সংশ্লিষ্ঠ সকলকে আহ্বান করছি। আমাদের স্মার্ট  ওয়েবসাইটটির মাধ্যমে সকল প্রকার সেবা গ্রহন করার জন্য । আপনাদের পরামর্শ এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ্ হাফেজ।

 

 মোঃ ইউনুস আলী ফকির 

      সিনিয়র শিক্ষক 

   বাগাট উচ্চ  বিদ্যালয়

 

আইসিটি শিক্ষকের স্বাগত বানী

আইসিটি শিক্ষকের স্বাগত বানী স্মার্ট জাতি গঠনে প্রয়োজন স্মার্ট শিক্ষা

শিক্ষা মানুষের মৌলিক অধিকার। নাগরিকের এ অধিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। স্বপ্নদ্রষ্টা কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্টা,স্বীয় অর্থ ও ভূমি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা বোর্ড ও মন্ত্রনালয়ের সহযোগীতায় বাগাট বাজারের প্রান কেন্দ্রে গড়ে উঠে একটি আদর্শ প্রতিষ্ঠান ‘’ বাগাট উচ্চ বিদ্যালয় "। এ প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদেরকে যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে তাদের কে দক্ষ জনশক্তি এবং সক্রিয় সুনাগরিক হিসেবে গড়ে তোলা। জাতির সুশিক্ষা,আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান যুগ গ্লোবালাইজেশন এর মধ্য দিয়ে সমগ্র পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে। সেই লক্ষ্যে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েব সাইট প্রকাশিত হয়েছে যাতে প্রতিষ্ঠানের সমস্ত কর্মকান্ড সহজেই মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয় । বিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট খুলে সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমে অন্তর্ভূক্ত হয়েছে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে একাত্নতা প্রকাশ  করেছে।পরিশেষে এই ওয়েব সাইটটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনায় শেষ করছি।

 

চন্দন রায়

সিনিয়র সহকারী শিক্ষক

(তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

বাগাট উচ্চ বিদ্যালয়।

email - chandanroy3112@gmail.com

01710661295.

কম্পিউটার ল্যাব অপারেট এর স্বাগত বাণী

কম্পিউটার ল্যাব অপারেট এর স্বাগত বাণী

শিক্ষা কোন পণ্য নয়, এটি অধিকার। মান সম্মত শিক্ষা দান আমাদের অঙ্গিকার। যুগের, সমাজের, দেশের, এলাকার গন্ডি ছড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে বাগাট উচ্চ  বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন অবদান রাখবে, এই আমার বিশ্বাস। প্রস্তুতির কাজ চলছে, সাজতে চাই, সাজাতে চাই বিদ্যালয়ের আঙ্গিনা। স্মার্ট বাংলাদেশ মাত্র দুটো শব্দ দিয়ে তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশকে প্রকাশ করা সম্ভব হয়েছে চমৎকার ভাবে। কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়ার কার্যক্রম শুধু শব্দের বন্ধনে কাগজে কলমে সীমাবদ্ধ থাকতে পারেনা। তাইতো সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যেগে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ চলছে। তথ্য এমন অবারিত যে, কোন প্রতিষ্ঠান বা বিষয় সম্পর্কে আপনি যেকোন জায়গায় বসে জেনে নিতে পারেন মাউসের এক ক্লিকে। বর্তমান যুগ গ্লোবালাইজেশন এর যুগ যার মধ্য দিয়ে সমগ্র পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট এ নিজের পরিচয় এবং কর্মকাণ্ড সহজেই মানুষের দোর গোড়ায় পৌঁছে দিয়েছে। এক্ষেত্রে ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাগাট উচ্চ বিদ্যালয় কোন অংশে পিছিয়ে নেই। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, অত্র প্রতিষ্ঠান অনলাইন ভার্সনে যাত্রা শুরু করেছে। অত্র বিদ্যালয়ের কার্যক্রম ওয়েব সাইটে প্রকাশিত হচ্ছে। আমাদের সকল কর্মকান্ড ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ পেলে স্কুলের যাবতীয় তথ্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে দ্রুত পৌঁছে দেয়া সম্ভব হবে।এ ছাড়া শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা।তথ্যই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বর্তমান সরকারের স্মার্ট  বাংলাদেশ গড়ার স্বপ্নে তথ্য-প্রযুক্তির কোনো বিকল্প নেই। সুতরাং অবাত তথ্যপ্রবাহ সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে খোলা হলো বাগাট উচ্চ  বিদ্যালয়ের ওয়েব সাইট।এই ওয়েব সাইট ভিজিট করে আপনি বিদ্যালয়ের সকল ধরণের তথ্যাদি অনায়াসে জানতে পারবেন এবং প্রয়োজনে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারবেন। ফলে এর মাধ্যমে বিদ্যালয়ের সকল কার্যক্রমে আরো স্বচ্ছতা, গতিশীলতা এমনকি জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সেবার মান আরো উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। আমি অভিভাবক, সমাজের সূধীজন ও সমাজসেবকসহ  সকল দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের কমকতা/কমর্চারিগণকে বাগাট উচ্চ বিদ্যালয়ের ওয়েব সাইট ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী
ম্যাপে আমাদের অবস্থান
  কনটেন্ট ডাউনলোড কর্নার
  গুরুত্বপূর্ণ লিংক














জরুরি হটলাইন
ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ইনোভেশন
সাধারন পরিসংখ্যান
 
১.টয়লেট সুবিধা আছে কি না ? YES
২.বিজ্ঞানাগার আছে কি না ? YES
৩.সততা ষ্টোর আছে কি না ? YES
৪.সংস্কৃতি চর্চা হয় কি না ? YES
৫.খেলা ধুলা চর্চা হয় কি না ? YES
৬.সমৃদ্ধ লাইব্রেরি আছে কি না ? YES
৭.মাল্টি মিডিয়া ব্যবহার/প্রয়োগ প্রতি শ্রেণি-পাঠদান হয় কি না ? YES
 
  English Language Club Video
  সাম্প্রতিক ইভেন্টসমূহ     <<< সকল ইভেন্টের তালিকা দেখুন >>>

২১শে ফেব্রুয়ারি- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত ।

বিস্তারিত দেখুন

২১শে ফেব্রুয়ারি- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য প্রদান।

বিস্তারিত দেখুন

২১শে ফেব্রুয়ারি- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্র ছাত্রীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতা।

বিস্তারিত দেখুন

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন ২০২৩ ইং

বিস্তারিত দেখুন

নতুন কারিকলাম অনুযায়ী ৬ষ্ঠ শ্রেণির ষান্মাষিক মূল্যায়লন উপলক্ষে অভিভাবক সমাবেশ

বিস্তারিত দেখুন

  CONTACT US
ALL
  অন্যান্য লিঙ্ক

CONTACT


Copyright © 2022 All Right Reserved | Powered by : RAUD